জাসদ থেকে এমপি হতে চান ৩৮৭ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ এএম, ২২ নভেম্বর ২০২৩

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে ৩৮৭ জন নেতা-কর্মী জাতীয় সংসদ সদস্য বা এমপি হতে চান। এ লক্ষ্যে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ১৮ নভেম্বর বিকেল ৩টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করে জাসদ। দলটির মনোনয়নপ্রত্যাশীরা সশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয় ৫ হাজার টাকা।

প্রথম তিন দিনে ৩০৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৫৩ জন প্রথম দুই দিনে ও তৃতীয় দিনে ৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর শেষ দিন অর্থাৎ ২১ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮৩ জন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ও বিকেল ৩টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রথম দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ দুজনের বাইরে যারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. শহীদুল ইসলাম (ঢাকা-৫), আফজাল হোসেন খান জকি (মানিকগঞ্জ-১), রফিকুল ইসলাম (মানিকগঞ্জ-২), সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী (মানিকগঞ্জ-৩), রফিকুল ইসলাম (মানিকগঞ্জ-৪), অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল (মৌলভীবাজার-২), আব্দুল মোসাব্বির (মৌলভীবাজার-৩), নুরে আলম জিকু (মৌলভীবাজার-৩), মো. মোয়াজ্জেম হোসেন (নাটোর-১)।

মো. খালেক (পাবনা-৪), মো. মঞ্জুর রহমান মজনু (টাঙ্গাইল-৭), মো. আমিনুল ইসলাম (সুনামগঞ্জ-১), দেওয়ান শাহেদ (হবিগঞ্জ-১), মনসুর আহমেদ চৌধুরী (সিলেট-৩), আহসানুল কবির লিটন (রংপুর-৫), আফজাল হোসেন (দিনাজপুর-৬), ডা. একরাম হোসেন (গাইবান্ধা-৫), মো. সোলায়মান ঢালী (ঠাকুরগাঁও-৩), জাবির হোসেন প্রামানিক (নিলফামারী-২)।

শামীম আখতার (সিলেট-১), লোকমান আহমেদ (সিলেট-২), আব্দুল হাসিব চৌধুরী (সিলেট-৩), মো. নাজমুল ইসলাম (সিলেট-৪), লোকমান আহমেদ (সিলেট-৫), আবু তাহের মো. রুহুল আমিন (সুনামগঞ্জ-৪), অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির (নেত্রকোনা-২), নুরুল ইসলাম বকসী ঠান্ডা (কুড়িগ্রাম-২), মো. গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ (কুড়িগ্রাম-৪)।

সাইদুল ইসলাম ডালিম (পিরোজপুর-১), সিদ্ধার্থ মণ্ডল  (পিরোজপুর-২), রনজিৎ কুমার হাওলাদার (পিরোজপুর-৩), আব্দুল মতিন মিয়া (রাজবাড়ী-২), অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ (ব্রাহ্মণবাড়িয়া-৫)।

কুষ্টিয়া-৩ আসনের জন্য গোলাম মোহসীন, ঢাকা-১৩ আসনের জন্য অ্যাডভোকেট আলী আশরাফ খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জন্য মাহিন আহমেদ, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য জাহিদুল আলম, রংপুর-১ আসনের জন্য অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান বুলু, সিরাজগঞ্জ-৪ আসনের জন্য মোস্তফা কামাল বকুল ও সিরাজগঞ্জ-৬ আসনের জন্য জনাব মোজাম্মেল হক।

অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির (নেত্রকোনা-২), লোকমান আহমেদ (সিলেট-৬), বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী (চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২), এ এম মোনায়েম মনু (মৌলভীবাজার-১), ডাক্তার হাবিব মো. ফারুক (লালমনিরহাট-১), সাইফুজ্জামান বাদশা (নড়াইল-২)।

অধ্যাপক আবু বাক্কার (চাঁপাইনবাবগঞ্জ-১), বীর মুক্তিযোদ্ধা মেহের আলী (চাঁপাইনবাবগঞ্জ-২), আব্দুল হামিদ রুনু (চাঁপাইনবাবগঞ্জ-৩), এ বি এম জাকিরুল হক টিটন (বগুড়া-৬), মো. নজরুল ইসলাম (বগুড়া-৩), শেখ নুরুজ্জামান মাসুদ (বাগেরহাট-৩), বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শাহজাহান (নওগাঁ-১), বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (নওগাঁ-২), বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী (নওগাঁ-৩), অ্যাডভোকেট মো. রিয়াজউদ্দিন (নওগাঁ-৪), এস এম আজাদ হোসেন মুরাদ (নওগাঁ-৫), অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বুলবুল (নওগাঁ-৬)।

এ কে এম ওহীদুল ইসলাম কবীর (সুনামগঞ্জ-১), অ্যাডভোকেট গিয়াসউদ্দিন (ময়মনসিংহ-৯), অ্যাডভোকেট সাদিক হোসেন (ময়মনসিংহ-১১), রতন সরকার (ময়মনসিংহ-৭), অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন (ময়মনসিংহ-২), অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু (ময়মনসিংহ-৪), মো. নুরুন্নবী (ঢাকা-১৬), হাজী ইদ্রিস বেপারী (ঢাকা-৭), রফিকুল ইসলাম রাজা (কিশোরগঞ্জ-৬), মো. রফিকুল ইসলাম (টাঙ্গাইল-৮), মো. আব্দুল মান্নান (হবিগঞ্জ-১), সাইদুল ইসলাম (রংপুর-৩), মো. শাহজাহান (নারায়ণগঞ্জ-৫)।

কে এম আনোয়ারুজ্জামান মিয়া (পটুয়াখালী-১), সৈয়দ নাভেদ হোসেন (টাঙ্গাইল-৬), কাজী সিদ্দিকুর রহমান (বরিশাল-৩) ও মো. আবদুর রহমান খান ওমর (ব্রাহ্মণবাড়িয়া-৩)।

এমএএস/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।