স্মার্ট বাংলাদেশ নির্মাণে নৌকায় ভোট চাইলেন সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৯ নভেম্বর ২০২৩

স্মার্ট বাংলাদেশ নির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা-৬ আসনের দলীয় প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের একটি ভিশন তরুণ প্রজন্মের সামনে রেখেছেন। এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও দেশের দায়িত্ব আবারও শেখ হাসিনার হাতে তুলে দিতে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিমপুরে তার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সাঈদ খোকন মেয়র মোহাম্মদ হানিফের জন্য ঢাকাবাসীসহ দেশের মানুষের কাছে দোয়া চান। দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, '২১ আগস্ট গ্রেনেড হামলার সময় মানবঢাল তৈরি করে শেখ হাসিনার জীবন রক্ষা করেছিলেন আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ। তিনি এ দৃষ্টান্ত রেখে গেছেন, যাতে সব সময় নেত্রীর পাশে থাকতে পারি। তিনি আরও বলেন, নেত্রীর সঙ্গে থাকব কারন শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই উন্নত, সমৃদ্ধ-নিরাপদ বাংলাদেশ।'

মোহাম্মদ হানিফের স্মৃতিচারণ করে সাঈদ খোকন আরও বলেন, 'মোহাম্মদ হানিফ ঢাকার প্রথম নির্বাচিত মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের পাঁচ বারের নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ছিলেন বর্ণাঢ্যময় রাজনৈতিক জীবনের অধিকারী। কৈশোর বয়স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু পর্যন্ত তার সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ঢাকা শহর ও দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। নগরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।'

এছাড়াও মেয়র মোহাম্মদ হানিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক বাণী দিয়েছেন।

এমএমএ/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।