হরতালের সমর্থনে চট্টগ্রামে যুব ও ছাত্রদলের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা বৃহস্পতিবারের (৩০ নভেম্বর) হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগরী এবং পটিয়ায় মশাল মিছিল করেছে ছাত্রদল-যুবদল।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় উপজেলা যুবদল এবং চট্টগ্রাম মহানগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মশাল মিছিল করে চান্দগাঁও থানা ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজ।

মশাল মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী। তিনি বলেন, চান্দগাঁও থানা ছাত্রদল নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এবং পটিয়া উপজেলা যুবদল পটিয়ায় মশাল মিছিল করেছে। বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার লক্ষ্যে এ মশাল মিছিল করা হয়।

ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।