নির্বাচনের নামে পুতুল খেলা বন্ধের আহ্বান ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঘোষিত আওয়ামী টুর্নামেন্ট প্রত্যাখ্যান করেছে অপজিট খেলোয়াড়রা। প্রত্যাখান করেছে দেশের প্রায় ১২ কোটি ভোটার। আওয়ামী লীগের গৃহপালিত নির্বাচন কমিশন ও ফ্যাসিস্ট হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেবে না দেশবাসী। তিনি সরকারের উদ্দেশ্যে নির্বাচন নামের পুতুল খেলা বন্ধের আহ্বান জানান।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মাসিক সভায় এ আহ্বান জানান তিনি।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, এখনো সময় আছে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। দেশকে বাঁচান। দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। গণমানুষের পক্ষে বন্ধু রাষ্ট্রের পরামর্শ নিন।

তিনি বলেন, আওয়ামী লীগের গৃহপালিত কমিশন ও দল দিয়ে নির্বাচন আয়োজনের পাঁয়তারা দেশের মানুষ সহ্য করবে না। দেশ বাঁচাতে ও দেশের অর্থনৈতিক অবস্থার নতুন সংকট তৈরি করা থেকে সরে দাঁড়ান। একঘেয়েমি করে দেশে সংকটের নতুন মাত্রা যোগ করবেন না। জাতীয় সরকার ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের পয়সা খরচ করে নির্বাচন দেশবাসী মেনে নেবে না।

এসএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।