বাহাউদ্দিন নাছিম
নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে স্মার্ট এলাকা করবো
সংসদ নির্বাচনে বিজয় হলে ঢাকা-৮ আসনকে স্মার্ট এলাকায় পরিণত করবেন বলে জানিয়েছেন এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে এরই মধ্যে সারাদেশে উৎসবের আমেজ তৈরি হয়েছে। মানুষের ভেতর প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই ১৮ তারিখ থেকে নৌকার ভোটের জন্য মানুষের কাছে যাবো ও দোয়া চাইবো। আমি নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকাকে স্মার্ট এলাকায় পরিণত করবো।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। এ উৎসবকে নষ্ট করতে যারা হরতাল-অবরোধ ডেকেছে, তাদের হরতাল-অবরোধ ব্যর্থ হয়েছে। তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। তাই তারা চাইলেও নির্বাচন বানচাল করতে পারবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না চাইলে আমাদের কিছু করার নেই। আমরা কাউকে নির্বাচন করতে বাধা সৃষ্টি করিনি। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে চাইলে যে কেউ নির্বাচন করতে পারে। বিএনপি জনগণের সমর্থন পাবে না জেনেই নির্বাচন করছে না।
স্বতন্ত্র প্রার্থী নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটি পরিচালনা করেন। নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যার দিকে সব বিষয়ে তাকিয়ে থাকেন। তিনি যা নির্দেশ দেন সবাই তাই পালন করেন। স্বতন্ত্র প্রার্থী নিয়ে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। সুনির্দিষ্ট জায়গা ছাড়া যে কোনো জায়গায় ইচ্ছামতো কেউ প্রার্থী হতে পারবেন না। সময় এলে এটি আরও সুন্দরভাবে পরিষ্কার হবে।
এসইউজে/জেডএইচ/এএসএম