৪৮ ঘণ্টার অবরোধ ডাকলো গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

বিএনপির ডাকা কর্মসূচির সঙ্গে মিল রেখে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।আগামী বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে তারা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ। পাশাপাশি দলমত–নির্বিশেষে দেশের সর্বস্তরের জনগণকে অবরোধ পালনের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।

এসএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।