কুড়িল বিশ্বরোডে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার অবরোধ। অবরোধের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য আমিনুল, আকরামুল হাসান, ভারপ্রাপ্ত সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম সামসুল হক, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা প্রমুখ।
কেএইচ/এমএইচআর/এমএস