অবরোধ

সেগুনবাগিচায় যুবদলের বিক্ষোভ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে শুরু হয়েছে দশম দফার অবরোধ কর্মসূচি। অবরোধের সমর্থনে রাজধানীর সেগুনবাগিচায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সেগুনবাগিচা-বারডেম হাসপাতাল সড়কে এই মিছিল করেন নেতাকর্মীরা। এসময় যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহসীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, আবদুল জব্বার খান, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি, সহ-সম্পাদক পার্থ দেব মন্ডল, সদস্য কাউসার সরকার মামুন, খলিলুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

কেএইচ/এসআইটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।