আওয়ামী লীগের নির্বাচনী গানের উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ শিরোনামে গান প্রকাশ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গানটির উদ্বোধন করা হয়।

নির্বাচনী এই গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান ও সজীব, গীতিকার সুজন হাজং, সুরকার বেলাল খান এবং সঙ্গীত আয়োজনে রয়েছেন শোভন রায়। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে তৈরি হয়েছে গানটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রচিত গানটির উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য উৎপল সাহা, সফিউল আযম, অ্যাডভোকেট মিজানুর রহমান রুবেল, তাওহিদুর রহমান কাজল, মনজুর হোসেন, মোজাম্মেল হক মারুফ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য চার্লস সিমসন, মোহাম্মদ নুরুজ্জামান, মালেক সাজু, মাসুম শরীফ নিরব, আহসান হাবিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে আমরা তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।

এসইউজে/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।