দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সরকার : ফখরুল


প্রকাশিত: ১১:৪১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

প্রতিনিয়ত কুকর্ম করে বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ৫ জানুয়ারির প্রহসণমূলক নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গুম, অপহরণ, গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হাস্যকর মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুমন ভূঁইয়াকে পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।