মেহেরপুর-২ আসনে নৌকার প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-২ আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এস এম নাজমুল হক সাগর। তিনি ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভোট। রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: মেহেরপুর-১ আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জয় 

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। মেহেরপুর-২ আসনে মোট ভোটার দুই লাখ ৫৫ হাজার ৯২৯ জন। আসনটির ৯০ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

আসিফ ইকবাল/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।