হ্যাটট্রিক করবেন শেখ হাসিনা : নাসিম


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

২০১৯ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর হ্যাটট্রিক করবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গণতন্ত্রী পার্টির জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, উনি (খালেদা জিয়া) হুমকি দিয়েছেন। সবাই প্রস্তুত থাকবেন। বাংলার মানুষের জানমাল রক্ষায় জানুয়ারি মাস থেকে গ্রামগঞ্জের রাজপথে আমরা থাকব। খালেদা জিয়া-জামায়াত-বিএনপির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। শেখ হাসিনা আছে, শেখ হাসিনা থাকবে। ২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার বিজয়ী হব। শেখ হাসিনা হ্যাটট্রিক করবেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, স্বৈরাচারের মতো আচরণ করবেন না, হুমকি দেবেন না। আপনি কাকে ভয় দেখান? ১৪-দলীয় জোটে যারা আছে তারা সবাই মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধের দল। জীবন দিয়ে যুদ্ধ করেছি। গণতন্ত্র রক্ষা করেছি। শেখ হাসিনার সঙ্গে যারা আছে তারা সবাই মুক্তিযুদ্ধের সৈনিক। আপনার সঙ্গে যারা আছে, তারা সবাই রাজাকার-যুদ্ধাপরাধী-জামায়াত।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে তিন মাস বাংলার মানুষ আপনার (খালেদা জিয়ার) নৈরাজ্য-অত্যাচার দেখেছে। এক মুহূর্তের জন্যও অত্যাচার করতে রাজপথে নামতে দেওয়া হবে না। ১৪ দলের নেতা-কর্মীরা প্রস্তুত থাকবে। ওই খুনির দল জামায়াত-বিএনপি-রাজাকারদের রাজপথে নামতে দেওয়া হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।