ইব্রাহিম রাইসির মৃত্যু: ঢাকায় শোক বইয়ে ফখরুলের স্বাক্ষর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৩ মে ২০২৪
শোক বইয়ে স্বাক্ষর করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ঢাকায় দেশটির দূতাবাসের শোক বইতে স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় শোক বইয়ে স্বাক্ষর করার জন্য মির্জা ফখরুল গুলশানে ইরানের দূতাবাসে প্রবেশ করেন।

এ সময় শায়রুল কবির খানসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাইপো অভিক ইস্কান্দার উপস্থিত ছিলেন।

গত রোববার (১৯ মে) ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ওইদিন আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা। পথিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি।

আরও পড়ুন

সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। পুরো হেলিকপ্টার ভস্মীভূত হয়ে গেছে।

দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি নিহত হন। প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের পাইলট, কো-পাইলটও।

কেএইচ/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।