মামলা প্রত্যাহারে আন্দোলন করবে বিএনপি : ফখরুল


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার বিভাগের কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেছে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সারাদেশের আদালতে মামলার স্তুপ পড়ে থাকলেও সরকারের সে দিকে কোন ভ্রুক্ষেপ নেই। অথচ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা মামলা বিচার কাজ দ্রুত শুরু এবং শেষ করার জন্য উঠেপড়ে লেগেছে সরকার। এর প্রধান কারণ হচ্ছে সরকার বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। শুধু বেগম জিয়াকেই নয় সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরে রাখার ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে সরকার সারাদেশে বিএনপির ৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে ৩ হাজার মামলা দায়ের করেছে।

এছাড়া তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরে দেয়ার জন্য ক্ষমতাসীনরা তার বিরুদ্ধে সারাদেশে ২৪ টি ভিত্তিহীন মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেন তিনি। তাই বিচারবিভাগ ও সরকারের কর্মকান্ড নিয়ে হতাশ বিএনপি।

ফখরুল বলেন, এই মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করবে বিএনপি। একই সঙ্গে রাজপথেও আন্দোলন করে সরকারকে এর দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। এই জন্য খুব শিগগির কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

তিনি বলেন, খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যে বিচার বিভাগকে নিরপেক্ষ থাকতে দিচ্ছে না। ফলে দিন দিন বিচারবিভাগের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।