আমেরিকার কথায় দেশ চলে না : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৬ মে ২০১৬
ফাইল ছবি

আমেরিকার কথায় দেশ চলে না, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়েই দেশ চলে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্ধন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার দেশে ১০টি স্থলবন্দর চালু করেছে। এ বছরের মধ্যে আরও ২টি স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

মন্ত্রী বলেন, আমদানি-রফতানির কথা বিবেচনা করে বন্দরগুলোর উন্নয়ন করা হবে। বিলোনিয়া স্থলবন্দরে চলতি বছরের ডিসেম্বর নাগাদ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, সহ-সভাপতি খায়রুল বাশার তপন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুর আলিম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।

জহিরুল হক মিলু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।