বিএনপির বিক্ষোভ একদিন পেছালো


প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৪

আগামীকাল বৃহস্পতিবার খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। এ কারণে বিএনপির বিক্ষোভ কর্মসূচির দিন পরিবর্তন করে শুক্রবার করা হয়েছে।

নেতাকর্মীদের মিছিলে ছাত্রলীগের হামলা এবং এতে ছয় শতাধিক আহত ও অর্ধশতাধিক গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে নেতাকর্মীদের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেলে ডাকা সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের জেলা সদর এবং ঢাকা মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

তবে পরে সন্ধ্যায় বড়দিনের কারণে কর্মসূচির দিন পরিবর্তনের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।