বকশীবাজারের সংঘর্ষে ছাত্রলীগ জড়িত নয় : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১০:২১ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমপি ছবি বিশ্বাসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ছবি বিশ্বাসের ওপর হামলাকারীরা কেউ পার পাবেনা।

এ দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্নীতির মামলায় সাজা নিশ্চিত জেনেই এর কার্যক্রম বন্ধ ও বাধাগ্রস্ত করতে খালেদা জিয়া তার সশস্ত্র পেটোয়া বাহিনী দিয়ে বুধবার বকশিবাজার ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এলাকায় হামলা চালিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজার এলাকায় আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় বিএনপির ‍নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে বিএনপি অভিযোগ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।