গয়েশ্বর চন্দ্র রায় আটক


প্রকাশিত: ০৩:০৩ এএম, ২৬ ডিসেম্বর ২০১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোর ৬টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর আয়েশা কমপ্লেক্সের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়োন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃঞ্চপদ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর সকাল পৌনে ৭টার দিকে গয়েশ্বর চন্দ্রকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলার পর বিএনপির দুই শীর্ষ নেতার বাসায় তল্লাশি চালানো হয়। গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ অভিযান চালায়। ওই সময় দুই নেতার কেউই বাসায় ছিলেন না।

তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।