দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছেন খালেদা : তোফায়েল


প্রকাশিত: ০৭:০২ এএম, ২০ মে ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, একজন নেত্রী (শেখ হাসিনা) দেশের উন্নয়ন করছেন। আরেকজন নেত্রী (খালেদা) গোলযোগ সৃষ্টি করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও বিশ্বে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের পরিচালনায় সভায় একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজ্জামেল বাবু, জিটিভির প্রধান বার্তা সম্পাদক ইকবাল কবির নিশান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান ও ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এএসএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।