আসিয়ান সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে গাজা পরিস্থিতি

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩ এএম, ২৪ মে ২০২৫
৪৬তম আসিয়ান সম্মেলনের আয়োজক মালয়েশিয়া

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৪৬তম আসিয়ান সম্মেলন। এবারের সম্মেলনে ফিলিস্তিনের গাজা পরিস্থিতি, আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার, আঞ্চলিক অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া এবং বিনিয়োগ উদ্যোগকে উৎসাহ দেওয়ার বিষয় থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মালয়েশিয়া সরকারের মুখপাত্র বারনামা জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আসিয়ান পাওয়ার গ্রিড প্রকল্পের গুরুত্বও তুলে ধরেছেন। এটিকে তিনি আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।

গত বৃহস্পতিবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘চলতি বছরে আসিয়ান চেয়ার হিসেবে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আসিয়ানকে একটি নীতিনির্ভর ও সুস্পষ্ট টেকসই অর্থনৈতিক ভিশনের আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তুলতে চাই।’

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত শুল্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কারে মনোনিবেশ করছে। পাশাপাশি চীন, ভারত ও পাকিস্তানের মতো অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সম্পর্ক জোরদার করছে। মালয়েশিয়া সব সময় একটি উন্মুক্ত বাণিজ্যিক রাষ্ট্র হিসেবে থাকতে চায়। আমরা যেমন চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ঐতিহ্যবাহী অংশীদারদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছি, তেমনই নতুন বাজার অনুসন্ধানেও আগ্রহী।

কেএসআর/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]