মালয়েশিয়া

দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সদস্যদের সভা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৮ মে ২০২৫

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সদস্যরা।

মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল ২২ মে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রতিনিধি দলটি হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের মিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়, বিশেষ করে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগ সম্পর্কে। প্রতিনিধিদল মালয়েশিয়ায় তাদের বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং জ্বালানি খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা কীভাবে জোরদার করা যায় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করেন।

জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ায় তাদের পাঁচদিনের সফরের সময়, তারা বাংলাদেশের জন্য পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে বৈঠক এবং আলোচনা করেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অন্যান্য প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চেয়ারম্যান (সচিব) মো. আমিন উল আহসান, জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল ও অপারেশনস) মনি লাল দাস, ডেপুটি ম্যানেজার (কমার্শিয়াল ও অপারেশনস) তানজিন হোসেন, ডেপুটি ম্যানেজার (কমার্শিয়াল ও অপারেশনস) শ্যামল পাল এবং সিনিয়র সহকারী সচিব (অপারেশন-১) মো. আব্দুল হালিম সভায় উপস্থিত ছিলেন।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]