কায়রোতে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন মিশর থেকে
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০২ আগস্ট ২০২৫

উপমহাদেশের ইসলামী মনীষী, ফকিহ ও সংস্কারক ইমাম আহমদ রেজা খান বেরেলভী (রহ.)-এর জীবন, কর্ম ও চিন্তাধারা নিয়ে মিশরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন।

শুক্রবার (১ আগস্ট) মিশরস্থ আ’লা হজরত অ্যাকাডেমির আয়োজনে দেশটির রাজধানী কায়রোর নাদি-ইল-সিক্কার গোল্ডেন হলে অনুষ্ঠিত সম্মেলনের সূচনা করা হয় স্পেনের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নকীব হাসান আন্দালুসির সঞ্চালনায় বাংলাদেশ ও মিশরের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে।

সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রভিত্তিক আল-কুরআন অ্যাকাডেমির মহাপরিচালক ড. সাইয়েদ এরশাদ আহমাদ আল বুখারী। তেলোওয়াত করেন মিশরের বিশিষ্ট কারি কারীম জিদান ও নাত পরিবেশন করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউর রহমান আহমদী।

কায়রোতে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন

আয়োজক কমিটির পক্ষে স্বাগত বক্তব্য দেন রাকিব আল হাসান আজহারী ও আ’লা হজরত অ্যাকাডেমির চেয়ারম্যান হাসান মাসউদ আজহারী।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন, মিশরে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসাইন, মিশরের ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র শায়খ ড. আহমাদ সামির কিন্দির আল আজহারী, আলেক্সজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ ইয়াহইয়া কিত্তানি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ মাহমুদ ইয়াহিয়া আল আজহারী, ভারতের ইমাম মাতুরিদী ইনস্টিটিউটের ডিন মোহাম্মদ ইসমাইল আজহারী, ভারতের আ’লা হজরত অ্যাকাডেমির গবেষক শায়খ গোলাম ইয়াসিন নূরী।

আয়োজক কমিটির সভাপতি রাকিব আল হাসান আজহারী সম্মেলনের সাফল্যে সহযোগিতার জন্য কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সামিনা নাজ, দূতাবাসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. ইসমাইল হুসাইন রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষ থেকে আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনের আয়োজকসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, উপমহাদেশের ইসলামী মনীষী, ফকিহ ও সংস্কারক ইমাম আহমদ রেজা খান বেরেলভী (রহ.)-এর জীবন, কর্ম ও চিন্তাধারা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে একজন নির্লোভ নিরহংকার মানবিক মানুষ হিসাবে পরিণত করতে পারে।

কায়রোতে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অশান্তিসহ মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সমস্যাগুলো এই মুজাদ্দিদের গবেষণালব্ধ জ্ঞান চিন্তার আধ্যাত্মিক অনুপ্রেরণার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব। সর্বোপরি পবিত্র কোরানের উদ্ধৃতি দিয়ে তিনি সবাইকে ধর্মীয় মত পার্থক্য ভুলে গিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর বিধান মানার আহ্বান জানান।

ড. এরশাদ আহমাদ আল বুখারীর পরিচালনায় হৃদয় ছোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। যেখানে মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশেষভাবে গাজার নিপীড়িত মানুষের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে মিশরস্থ বাংলাদেশ কমিউনিটির প্রবীণ সদস্য, গণমাধ্যমকর্মী, দেশটিতে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র সংগঠন ইত্তিহাদ এর নেতা, আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]