মালয়েশিয়ায় আইকপ ও রেডিয়েন্ট ফার্মার সমঝোতা সই

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬ এএম, ০৪ আগস্ট ২০২৫

মালয়েশিয়ার আইকপ ফার্মা ও বাংলাদেশের রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফার্মার সঙ্গে এক সমঝোতা স্মারক সই হয়েছে।

গত ২২ জুলাই, আইকপ ফার্মা বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে একটি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে। সমঝোতা স্মারক অনুষ্ঠানটি ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম) গোম্বাক ক্যাম্পাসের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়। যেখানে ৮০ জনেরও বেশি বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় আইকপ ও রেডিয়েন্ট ফার্মার সমঝোতা সই

আইআইইউএম হোল্ডিংসের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর/প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো আহমেদ নাদজারুদ্দিন বিন আব্দুল রাজাক, রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. আবু শাহরিয়ার জাহেদী উপস্থিতি ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন, সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইকপ ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের আরাফাত ইসহাক এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার মো. মুর্শেদ আলম।

মালয়েশিয়ায় আইকপ ও রেডিয়েন্ট ফার্মার সমঝোতা সই

আনুষ্ঠানিক স্বাক্ষরের পর, IKOP ফার্মা তাদের সর্বশেষ পণ্য উদ্ভাবন AquaBoost উন্মোচন করে, যা একটি গ্লিসারিন-ভিত্তিক ময়েশ্চারাইজিং ক্রিম যা বিশেষভাবে তৈরি করা হয়েছে শুষ্ক, চুলকানিযুক্ত ত্বককে হাইড্রেট, সুরক্ষা এবং প্রশমিত করার জন্য, যার মধ্যে একজিমার মতো অবস্থাও রয়েছে।

IKOP ফার্মা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সকল অংশগ্রহণকারী, অংশীদার এবং অবদানকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]