মালদ্বীপ ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের হাইকমিশনের বিশেষ সতর্কতা

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ
প্রকাশিত: ১০:১৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট তথ্য পরিবর্তন: বাংলাদেশে ছুটিতে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন করা যাবে না। প্রয়োজনে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট নবায়ন এবং প্রাসঙ্গিক সংশোধনপত্র সংগ্রহ করতে হবে।

সিগারেট ও বিড়ি বহন: বাংলাদেশ থেকে মালদ্বীপগামী যাত্রীদের সিগারেট বা বিড়ি বহন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে বিপুল পরিমাণ আর্থিক জরিমানা গুনতে হবে।

মাদকদ্রব্য নিষিদ্ধ: ইয়াবা, গাঁজা, হেরোইনসহ যে কোনো মাদকদ্রব্য বহন কঠোরভাবে নিষিদ্ধ এবং এ অপরাধে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

ওষুধ বহন: প্রয়োজনীয় ওষুধ বহনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে রাখতে হবে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বহন করলে জরিমানা ও অন্যান্য আইনানুগ শাস্তির মুখোমুখি হতে হবে।

খাবার ও বাণিজ্যিক পণ্য: রান্না করা খাবার, বিক্রির উদ্দেশ্যে গার্মেন্ট, পলিব্যাগ বা এ ধরনের কোনো সামগ্রী বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত শাস্তিযোগ্য।

হাইকমিশন জানিয়েছে, এসব নির্দেশনা মেনে চললে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং দেশের সুনাম অক্ষুণ্ণ থাকবে।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]