উদীচী-ছায়ানট-গণমাধ্যমে হামলার ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫
উদীচী-ছায়ানট-গণমাধ্যমে হামলার ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ/ছবি-সংগৃহীত

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সন্ধ্যা ৬টায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রচণ্ড শীত উপেক্ষা করে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি ও নেতারা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা ঢাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়, ছায়ানট ভবন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, এসব হামলা শুধু প্রতিষ্ঠান নয়- বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক সংস্কৃতি, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।

বক্তারা দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে অন্ধকারের অপশক্তি ও সাম্প্রদায়িক-মৌলবাদী সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ’র সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় বক্তব্য দেন- প্রগ্রেসিভ ফোরামের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, প্রগ্রেসিভ ফোরামের সভাপতি হাফিজুল হক, বাঙালিয়ানার সম্পাদক সাগর লোহানী, রাকসুর সাবেক ছাত্রনেতা মুজাহিদ আনসারী, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুলেখা পাল, অনুপ ড্যান্স অ্যাকাডেমির সভাপতি আল্পনা গুহ, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ শাম্মু, সাংবাদিক সনজীবন কুমার, প্রজ্ঞা নিউজের প্রধান ফটোসাংবাদিক তাপস সাহা, মুক্তিযুদ্ধের বাংলাদেশ নিউইয়র্ক-এর নেতা আলীম উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সাংস্কৃতিক সংগঠক কাজল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবিনা হাই উর্বী, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সহ-সভাপতি বাবুল আচার্য ও স্নিগ্ধা আচার্য, উদীচী জ্যামাইকা শাখার সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সহ-সাধারণ সম্পাদক লিলি মজুমদার, অর্থ সম্পাদক সুমন দে, জ‍্যামাইকা শাখার সাংস্কৃতিক সম্পাদক ফুলু রায়, আবৃত্তি শিল্পী ও শিক্ষক মুনমুন সাহা, কণ্ঠ ও গিটার শিল্পী সুপর্ণা সরকার রিমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রাবণী কর্মকার, কমিউনিটির নেতা ও সমাজ সেবক শক্তি ডি গুপ্তা, ডিবিসি নিউজের সাংবাদিক কানু দত্ত, এবং প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহাসহ আরও অনেকে।

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম বলেন, উদীচী ও ছায়ানটে আগুন লাগানোর মধ্য দিয়ে অন্ধকারের অপশক্তি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তচিন্তার মানুষদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।

সাগর লোহানী বলেন, হাদির অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে দেশে ঘৃণ্য রাজনীতি ও মৌলবাদী অপশক্তির উত্থান ঘটেছে। মৃত্যুসংবাদ প্রকাশের পরপরই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালানো হয়। এরপর ষাটের দশকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে গড়ে ওঠা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর ভবনে চালানো হয় পরিকল্পিত তাণ্ডব।

বক্তারা বলেন, এই হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়-এটি বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও স্বাধীন সাংবাদিকতাকে স্তব্ধ করার সুপরিকল্পিত প্রয়াস। এ অবস্থায় প্রবাস থেকেও আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]