মালয়েশিয়া
বিদেশিকর্মী ব্যবস্থাপনায় ওয়ান-স্টপ সেন্টারের সাক্ষাৎকার স্থগিত
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীনস্থ বিদেশিকর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টারের (ওএসসি) সাক্ষাৎকার সংক্রান্ত সকল কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। সেবা কার্যক্রমে সমন্বয় সাধন এবং কাউন্টার সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্থগিতাদেশের আওতায় ১৯৫৫ সালের কর্মসংস্থান আইন এর ৬০কে ধারার অধীনে অনুমোদন-পরবর্তী সাক্ষাৎকার, বিদেশি কর্মী কোটা আবেদন সংক্রান্ত সাক্ষাৎকার এবং নিয়োগকর্তা পরিবর্তন সংক্রান্ত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকার ব্যতীত অন্যান্য প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মেই চালু থাকবে। ফলে যেসব আবেদন বা সেবা সরাসরি সাক্ষাৎকারের সঙ্গে সম্পৃক্ত নয়, সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

কেডিএন সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদেশিকর্মী ব্যবস্থাপনা সংক্রান্ত সেবায় চাপ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকসেবা আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে অভ্যন্তরীণ সমন্বয় ও কাঠামোগত উন্নয়নের প্রয়োজন দেখা দেয়। এরই অংশ হিসেবে সাময়িকভাবে সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল নিয়োগকর্তা ও আবেদনকারীদের এই সময়সূচি অনুযায়ী পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সাক্ষাৎকার সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা প্রয়োজনীয় তথ্যের জন্য কেডিএনের নির্ধারিত ই-মেইল ঠিকানা [email protected]এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
মালয়েশিয়ায় বিদেশিকর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া। ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে এই প্রক্রিয়াকে সহজীকরণ করা হলেও, সময়োপযোগী সংস্কার ও সেবার মান উন্নয়নের জন্য মাঝে মাঝে এমন সমন্বয়মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট মহল আশা করছে, ১৯ জানুয়ারির পর সাক্ষাৎকার কার্যক্রম পুনরায় শুরু হলে সেবার গতি ও মান আরও উন্নত হবে।
এমআরএম/জেআইএম