কুয়ালালামপুরের সৌন্দর্যে নতুন মাত্রা
টেকসই নগর উন্নয়নে ‘আই লাইট ইউ’ প্রকল্পের উদ্বোধন
বহুজাতিক সমাজের ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার কারণেই মালয়েশিয়ার পর্যটন শিল্প ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, পার্লিস থেকে শুরু করে সাবাহ ও সারাওয়াক পর্যন্ত সব জাতিগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ, তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি ও শিল্পকলার উপস্থাপনাই মালয়েশিয়ার পর্যটন খাতের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। এই সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই দেশটি আন্তর্জাতিক পর্যায়ে আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পর্যটন একটি ক্রমবর্ধমান শিল্প। এর সাফল্যের মূল কারণ দেশের শান্তি ও নিরাপত্তা। এই খাতে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ রয়েছে, আমরা এ নিয়ে গর্বিত এবং এই ঐক্য আমাদের রক্ষা করতেই হবে। আমরা গর্বিত মালয়েশীয়-এখানে মালয় বলতে আমি মালয়, চীনা, ভারতীয়সহ সাবাহ ও সারাওয়াকের জনগণকে বুঝি। আমরা একটি মহান জাতি।

শনিবার রাতে, ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘আই লাইট ইউ’ শীর্ষক নগর আলোকসজ্জা ও টেকসই নগর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ, আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রী এনগা কর মিং, পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি তিয়ং কিং সিং, যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল, কুয়ালালামপুরের মেয়র দাতুক সেরি মাইমুনাহ মোহদ শরিফ এবং দাতুক ফাদলুন মাক উজুদ।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে অস্কারজয়ী অভিনেত্রী তান শ্রী মিশেল ইয়োহের উপস্থিতিতে। তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করা হয় কুয়ালালামপুরের ব্যস্ত পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কজুড়ে আকর্ষণীয় আলোকসজ্জার মাধ্যমে নগরের রাতের সৌন্দর্য নতুনভাবে তুলে ধরাই ছিল এই প্রকল্পের লক্ষ্য।

এই উদ্যোগের মাধ্যমে আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহার করে নগর ল্যান্ডস্কেপের নান্দনিকতা বৃদ্ধি করা হয়েছে, যা স্বল্প-কার্বন নগর উন্নয়ন এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পটিতে ঝাড়বাতি, চাঁদাকৃতির বাতি ও রূপকথাভিত্তিক নকশায় তৈরি শক্তি-সাশ্রয়ী এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এতে ৭০টিরও বেশি এলইডি লাইট স্থাপন করা হয়েছে।

‘আই লাইট ইউ’ নামটি এসেছে ‘ইনফ্রাস্ট্রাকচার, লাইটিং, ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল আরবানাইজেশন’ এই ধারণার সংক্ষিপ্ত রূপ থেকে, যা টেকসই নগরায়ণের লক্ষ্যে মালয়েশিয়ার অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
এমআরএম/এমএস