মালদ্বীপে মদিনা জামায়াতের উদ্যোগে মেরাজুন্নবী উদযাপন

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬
মালদ্বীপে মদিনা জামায়াতের উদ্যোগে মেরাজুন্নবী উদযাপন

মালদ্বীপে মদিনা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে রাজধানী মালে একটি রেস্টুরেন্টে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র মেরাজুন্নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি আলতাফ হোসেন, মোহাম্মদ ফারুক, সহ-সভাপতি, এমরান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংবাদিক মাহামুদুল, প্রচার সম্পাদক খলিলুর রহমান, সহ-প্রচার সম্পাদক পিয়াস।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন আলহাজ আলমগীর হোসেন। আলোচনা সভায় পবিত্র মেরাজের শিক্ষা, নামাজের গুরুত্ব এবং রসুলুল্লাহর (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালদ্বীপ মদিনা জামায়াতের সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ আলামিন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]