জাতীয় শোক দিবস উদযাপনে মালয়েশিয়া আ. লীগের প্রস্তুতি সভা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬ এএম, ২৩ জুলাই ২০১৮

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। ২২ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ এবং তার আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন সভায় উপস্থিত নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার জন্য মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

Malaysia-1

মালয়েশিয়া আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফের উপস্থাপনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল,সহ-সভাপতি আব্দুল করিম, কাইয়ূম সরকার, দাতু আক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ইমদাদুল হক সবুজ মামা, স্থানীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সহ-সভাপতি এম এ হান্নান ও কবি জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মিতুল, যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইদ সরকার, সাংগঠনিক সম্পাদক সোহাগ সরকার, শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ-সভাপতি শাহ আলম হাওলাদার, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল বেপারি ও ফরিদ উদ্দিন প্রমুখ।

প্রস্তুতি সভায় মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মো. মনির দেওয়ানকে ফুল দিয়ে যুবলীগে বরণ করা হয়।

সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগষ্ট কুয়ালালামপুরের হোটেল রিজেন্সির বল রুমে মিলাদ ও আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।

এমএমজেড/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]