ইতালিতে ভৈরব প্রবাসীদের আনন্দ ভ্রমণ

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৫ আগস্ট ২০১৮

ইতালিতে গ্রীষ্মের ছুটিতে প্রচণ্ড তাপদাহে বার্ষিক বনভোজনের আয়োজন করেছে ভৈরব ঐক্য পরিষদ ইতালি। লাগো দ্য বোলসেনাতে আয়োজিত এই বনভোজনে রোমে বসবাসরত ভৈরববাসীরা অংশগ্রহণ করে।

ভৈরব ঐক পরিষদ ইতালির সভাপতি মোখলেছুর রহমান শিপন, সাধারণ সম্পাদক, মোজাহিদ হাসান রতন, সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক, মাসুদ পারভেজ প্রচার সম্পাদক আল আমিন মিয়ার আমন্ত্রণে এ সময় বিপুল সংখক নারী শিশু তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

italy2

মনোমুগ্ধকর পরিবেশে, নানা রকম খেলাধুলা আর কৌতুক, হাসি- আনন্দ আড্ডায় মেতে ছিলেন বনভোজনে উপস্থিত অতিথিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দিনব্যাপী বনভোজনে মধ্যাহ্নভোজ, র‌্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতা, নৌকা ভ্রমণ, ফুটবল, মহিলাদের বালিশ খেলা প্রতিযোগিতা, শিশুদের দৌঁড়, রশী টানাটানি আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com