মালয়েশিয়ায় প্রবাসীদের পাশে মিজান গ্লোবাল রিসোর্স

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০১ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। করোনার ছোবল থেকে পৃথিবীর কোনো দেশই আর মুক্ত নয়। যেখানে উন্নত দেশগুলো করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। দেশে দেশে করোনার প্রাদুর্ভাবে এক মহাসংকটের সৃষ্ট করেছে। এ পরিস্থিতিতে প্রবাসে থাকা প্রবাসীদের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় কষ্ট ও যন্ত্রণা। তবে আশার কথা হচ্ছে প্রবাসে নানান বিত্তবান মানুষ এই করোনা সংকট মোকাবিলায় সাধারণ প্রবাসীদের পাশে দাঁড়াচ্ছেন।

malaysia-1

বিজ্ঞাপন

এমনই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত তরুণ ব্যবসায়ী মিজান চৌধুরী। গত দুই দিনে মালয়েশিয়ার জহুরবারু তাম্পাত এলাকায় কর্মরত প্রায় আড়াই হাজার প্রবাসী বাংলাদেশিকে নিত্যপ্রয়োজনীয় খাবার ও পরিষ্কারক উপকরণ দিয়ে সহযোগিতা করেন তিনি। বিতরণ করা খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, আলু, ভোজ্যতেল, লবণ ও শুকনো খাবার। এ ছাড়া সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ মাস্কও দেয়া হয়েছে।

malaysia-3

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মরণব্যাধি করোনাভাইরাস ঠেকাতে মালয়েশিয়ায় চলাচল ও গতিবিধি নিয়ন্ত্রণ আদেশের আজ ১২তম দিন অতিবাহিত হলো। ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ আদেশ ছিল। এখন তা বাড়ানো হয়েছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রাণঘাতি করোনার কারণে সর্বসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। দেশব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে পুরো দেশটির পথঘাট এখন জনশূন্য। সব জায়গায় সুনসান নীরবতা। চলছে রাস্তা ঘাটে চেকিং। এ অবস্থায় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ বিদেশিরা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি এখন কাজ না থাকায় বেকার জীবনযাপন করছেন তারা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে গেলেই জেল জরিমানার বিধান রাখা হয়েছে।

malaysia-3

এমন পরিস্থিতিতে জহুরবারুতে অবস্থানরত প্রবাসীদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিলেন প্রবাসী ব্যবসায়ী মিজান চৌধুরী। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত দুই দিনে প্রায় আড়াই হাজার প্রবাসীকে খাদ্যসামগ্রী দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

malaysia-5

করোনা সংকটে প্রবাসীদের জন্য কিছু করার প্রসঙ্গে মিজান গ্লোবাল রিসোর্সের কর্ণধার মিজান চৌধুরী বলেন, বিশ্বের মানুষ আজ মহাসংকটে, তাই আমার ক্ষুদ্র প্রয়াসে প্রবাসীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। সবার প্রতি বিনীত অনুরোধ এই মহাসংকটে মালয়েশিয়ায় বসবাসরত সব কমিউনিটির নেতৃবৃন্দ ও বিওবানরা এগিয়ে আসুন।

জেডএ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com