ইতালিতে পরিবার নিতে করণীয়
পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর যে তার আত্মীয়-পরিবার পরিজনকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখতে চায়। সত্যিকারার্থে এ রকম অভাগা মানুষ এ জগৎ সংসারে পাওয়া যাবে কিনা সন্দেহ রয়েছে। আর্থিক টানাপোড়নে হয়তোবা অনেককে এ দূরত্বের পথিক হতে হয়।
দেশটিতে এমন সমস্যায় বহু মানুষ রয়েছে। বছরের পর বছর নিজের পরিবারকে কাছে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। তবুও কাগজপত্রের ঝামেলা শেষ হয় না। একের পর এক নতুন নতুন কাগজ সংযোজন হচ্ছে অভিবাসী আইনে। সবাই চায় নিজ পরিবাকে কাছে পেতে আর সেজন্য ইতালি অভিবাসী অফিসের অনুমতির অপেক্ষায় থাকতে হয়।
অনুমতি পাওয়া একটা জটিল কাজ। বড় ধরনের সমস্যায় পড়তে হয় অনেক বাংলাদেশিকে। সুখে আর দুঃখে পরিবারকে নিয়ে কাছে থাকতে সবার মনই একটু হলেও কাঁদে। ইতালিতে ফ্যামিলি আনতে বিভিন্ন রকমের কাগজপত্র আবেদনকারীর কাছ থেকে ইমিগ্রেশন অফিস চায়। একটি ডকুমেন্ট বাদ থাকলে আবেদন গ্রহণ করবে না।
আবেদন দুইভাগে বিভক্ত-
প্রথম ধাপে তাকে একটি নির্দিষ্ট থাকার জায়গা অর্থাৎ একটি থাকার উপযোগী বাসস্থান থাকতে হবে। এই কাজটি সম্পন্ন করতে স্থানীয় মিউনিসিপাল অফিসে যেতে হয়। দ্বিতীয় ধাপে ভিসার অনুমতি (নুলাওস্তা) পাওয়ার জন্য আবেদন করতে হয় অভিবাসী অফিসে। প্রথম ধাপে যে ধরনের কাগজপত্র নিয়ে যেতে হয়। যে কোনো একটি ইদোনেইতা আলোজ্জাতিভা (আবাসন উপযুকক্ত স্থান)। এটা পেতে কত যে ঝামেলা পোহাতে হয় একজন প্রবাসীকে তা সেই জানে যে আবেদন করেছে। কালের পরিবর্তে এটি অনলাইনে আবেদন করতে হয়।
আবেদন করার আগে যে বাসা থেকে আলোজ্জাতিভা নেবে ওই বাসার কন্ট্রাক্ট, পূর্ণাঙ্গ মানচিত্র, বাসার কাঠামোগত পরিকল্পনা, ক্যাডেটস্টাল জরিপ এবং বাড়ির মূল মালিক। যে বাসা ভাড়া নিয়েছে ও যার জন্য আলোজ্জাতিভা আবেদন করা হবে তার এবং তার পরিবারের সমস্থ কাগজপত্র নিয়ে অফিসে যেতে হয়।
কাগজপত্র সব ঠিক থাকলে অফিস আবেদনকারীর কাছে থেকে একটি ১৬ ইউরোর স্ট্যাম্প নেবে সেইসঙ্গে ব্যাংক ড্রাফট ৬০ ইউরো। সবকিছু ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে একটি রিয়া নম্বর ই-মেইলে আসার পর প্রথম ধাপের আবেদন সম্পন্ন হয়। এরপর রোম পেরেফেত্তুরায় অর্থাৎ অভিবাসী অফিসে অন্যান্য কাগজপত্র নিয়ে তাকে যেতে হয়।
সেখানে আয় সংক্রান্ত কাগজপত্র, বাসায় থাকার উপযুক্ত কিনা সব ঠিক থাকলে দ্বিতীয় ধাপও সম্পন্ন হয়। পরে প্রয়োজনীয় সব কাগজপত্র বাংলাদেশে ভিএফএস গ্লোবাল লিগালাইজেশন অফিসে জমা দিতে হয়। জমা দেওয়ার পূর্বে এবং পরে সেখানে ঝামেলার শেষ নেই। সমস্ত কাগজপত্র তাদের ফরমেটে করে সবকিছু নির্ভুল হলে ভিসা পাওয়ার আবেদন জমা নেওয়া হয়।
আবেদনকারী কবে ভিসা পাবে-
এটা জানার কারো কোনো সাধ্য নেই। তবে এজেন্সি এবং ইতালিয়ান দূতাবাস জানতে পারে।এ গেল পরিবার আনার ঝামেলা। এরপর হলো পরিবার নিয়ে থাকার সমস্যা।
কথায় আছে সাধ আছে সাধ্য নেই। একক রোজগার দিয়ে ইতালিতে পরিবার নিয়ে থাকা এক প্রকার চ্যালেঞ্জ। ইতালির জীবন যাত্রার মান অনেক বেশি হওয়ায় ব্যয়ভারও অনেক বেশি। ফলে পর্যাপ্ত আয় না থাকলে পরিবার নিয়ে থাকা অনেক সময় সমস্যা দেখা দেয়। দেশের তুলনায় প্রায় নব্বই ভাগ জীবন যাত্রার মান বেশি বলে সুখে থাকতে গিয়ে ভবিষ্যৎ গড়তে চিন্তায় পড়তে হয় অনেক বাংলাদেশিকে।
কারণ একার আয় দিয়ে সংসার চালানো অনেক কঠিন। আবার সংসার নিয়ে সুন্দরভাবে থাকতে গিয়ে অবশিষ্ট কিছুই থাকে না। ইতালিতে প্রায় নিরানব্বই ভাগ ইতালিয়ান পরিবার স্বামী-স্ত্রীর যৌথ আয় দিয়ে সংসার চলে।
ফলে তাদের বেলায় এই সমস্যা নেই বললেই চলে। তাছাড়া তাদের আয়ের একটা অংশও পরিবারের অন্য কারো জন্য ব্যয় করে না এবং ভবিষ্যতের চিন্তাও নেই। আমাদের বেলায় আমরা তা পারি না। তাই সংসার জীবনে চলার পথে একটু হিমশিম খেতে হয়। তবে বর্তমান বাংলাদেশে আগের তুলনায় ইতালির ফ্যামিলি রি-নিইউয়ন ভিসা শিথিল করা হয়েছে।
এর কারণ হিসেবে জানা যায়, রাষ্ট্রদূত পরিবর্তন হওয়ায় পুরাতন অনেকের ভিসা দিয়ে দিচ্ছে। কিন্তু দেশে শিথিল হলেও ইতালিতে ক্রমশ কঠিনের দিকে যাচ্ছে। বিশেষ করে আবাসন ব্যবস্থার কাগজপত্র যথাযথ উপস্থাপন করা অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে অভিবাসী অফিসে। ফলে (নুলাঅস্তা) ধীর গতিতে পাচ্ছে বাংলাদেশিসহ অন্যান্য অভিবাসীরা।
এমআরএম/এমএস