কুয়েতের কোন অঞ্চলে কতজন করোনা আক্রান্ত
কুয়েতে একদিনে ১৬১ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৬৯৫ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হলেন। বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আব্দুল্লাহ আল-সানাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জানা গেছে, আক্রান্তদের মধ্যে- ১৬১ জন বাংলাদেশি, ২১২ জন কুয়েতি নাগরিক, ২০৮ জন ইন্ডিয়ান, ৯১ জন মিসরীয়, ১৭৩ জন অন্যান্য দেশের নাগরিক। ২৪ ঘণ্টায় ৮৪৫ জনকে শনাক্ত করা হয়েছে।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১১২ জনে। দেশটির যেসব জায়গায় করোনা আক্রান্ত হয়েছে- কুয়েত সিটি ৮৩, ফারওয়ানিয়া ২৫৫, হাওয়াল্লি ৯৬, জাহরা ১৮৯, আহমদী ২২২, মোট ৮৪৫ জন।
যেসব এলাকায় বেশি আক্রান্ত হয়েছে খাইতান ৮৫ জন, আবদালী ৮২ জন, ফারওয়ানিয়া ৭৫ জন, জিলীব ৪৮ জন। বাবি ৫৫৫ জন কুয়েতের বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। তাদের তথ্য বিস্তারিত কিছুই জানা যায়নি। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৮৫ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪৭ লাখ। গোটা বিশ্বে ভাইরাসটি সংক্রমিত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৮ হাজারেরও বেশি মানুষ।
এমআরএম/পিআর