আল-আকসায় ইসরায়েলি হামলার নিন্দা মালয়েশিয়ার

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ১৬ এপ্রিল ২০২২
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ

শুক্রবার আল-আকসা মসজিদ দখলকারী ইসরায়েলি সৈন্যদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বলেছেন, ইসরায়েলি সৈন্যদের লজ্জাজনক ও অমানবিক কর্মকাণ্ডের জন্য খুবই অনুতপ্ত। এটি কখনই হওয়া উচিত ছিল না, বিশেষ করে শুক্রবারে, যখন মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করছিলেন।

শনিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি সৈন্যরা নারীদেরও টার্গেট করেছে এমনকি সেখানে চিকিৎসা কর্মী ও সাংবাদিকসহ ফিলিস্তিনিদের ওপর হামলা করেছে। এটি বর্বরতার বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সাইফুদ্দিন উল্লেখ করেন, মালয়েশিয়া ফিলিস্তিনিদের ভাগ্য ও মঙ্গল বজায় রাখার জন্য সমর্থন অব্যাহত রাখবে। শুক্রবার ফজরের নামাজের পর ইসরায়েলি সৈন্যরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করলে ইসরায়েলি সৈন্য ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫৩ ফিলিস্তিনি আহত হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com