রাজশাহী সদর আসনে মনোনয়ন তুললেন বিএনপি নেতা মিনু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিনুর পক্ষে মহানগর বিএনপির নেতারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা ও আবুল কালাম আজাদ সুইট, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমরা রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোয়নপত্র উত্তোলন করেছি। আমরা লক্ষ্য করছি যে, সারাদেশে এ নির্বাচন বানচাল করার জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকারের এবং নির্বাচন কমিশনের দ্রুত যে সব সন্ত্রাসী রয়েছে অর্থ দানকারীরা যারা রয়েছে এবং আজ যারা বিভিন্ন পরিকল্পনা করছেন নির্বাচন বানচাল করার জন্য সেগুলো চিহ্নিত করা দরকার। নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, বাধাগ্রস্ত যেন না হয় সেজন্য নির্বাচন কমিশন ও সরকারকে আমরা অনুরোধ জানাই।

প্রার্থীর নিরাপত্তা নিয়ে কোনো সংকট আছে কি না জানতে চাইলে রিটন বলেন, দেখুন মিজানুর রহমান মিনু রাজশাহীতে মেয়র ছিলেন এবং এমপিও ছিলেন। তিনি একাই রিকমায় বিভিন্নভাবে ঘুরে বেড়ান। সেদিক থেকে নিরাপত্তা নিয়ে ভাবছি না। আমরা মনে করি, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। তবে এ নগরীতেও বিশৃঙ্খলা করার জন্য আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা রাজশাহীর পরিবেশ কিছুটা হলেও খর্ব করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা আশা করব আমাদের প্রার্থীর নিরাপত্তা দেওয়ার জন্যও কিছু একটা করা দরকার।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আশাকরি সামনের নির্বাচন উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণ হবে। জনগণ এবং ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট দেবে। এটাই আমাদের বিএনপির আশা এবং আকাঙ্ক্ষা। আমরা মনে করি এ নির্বাচনে ষড়যন্ত্রকারীরা কোনো সমস্যা করতে পারবে না। তারা যদি কোনো সমস্যা সৃষ্টি করে জনগণকে নিয়ে বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আজআমাদের প্রার্থী রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করলাম।

সাখাওয়াত হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।