ইতালিতে অ্যাডভোকেট আনিচকে প্রবাসীদের সংবর্ধনা

ইতালির রোমে সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২১ নভেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় রসই রেস্টুরেন্টের হলরুমে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব ও ইতালি বাংলা প্রেস ক্লাবের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি, জমির হোসেনের সভাপতিত্বে ও ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপনের পরিচালনায় এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যড. আনিচুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, কমিউনিটি ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা সিকদার মুজিবুর রহমান, ইতালি আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মাহাবুব আলম প্রধান, সাংবাদিক আখি সীমা কাউছার।
এছাড়া যুবলীগ ইতালি শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রোম মহানগর আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, ঢাকা বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েছ, সন্দ্বীপ সমিতি ইতালির সভাপতি মোক্তাদের মাওলা আদর, সাধারণ সম্পাদক নুর ইসলাম পান্না, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ফেনী জেলা সমিতির ইতালির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালির সাবেক সভাপতি জামিল আহমেদ, উপদেষ্টা জিয়াউর রহমান, প্রগতি ব্যবসায়ী সমিতি রোম ইতালির সভাপতি ইকবাল বেপারী, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন মিয়াজি প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আহসান পিপু, সিনিয়র সহ-সভাপতি জাতরুল ইসলাম ফিরোজ, আওয়ামী লীগ নেতা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রাজিব রহমান, মো. ইব্রাহীম, ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মন্তানিওলাস্থ বরিশাল বিভাগ সমিতির সভাপতি জামাল সরদার, নাদিম মাহমুদ।
ইতালি বাংলা প্রেস ক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজিব খান সদস্য হাফিজুর রহমান মিতু। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আনিচুজ্জামানের রাজনৈতিক জীবনের এই অর্জনকে প্রবাসী বাংলাদেশিদের অর্জন মনে করে তার ভূয়সী প্রসংশা করেন একই সঙ্গে আগামীতে আরও আরও বহুদূর এগিয়ে যেতে পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। তার আগামীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন বক্তারা।
ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে দেশীয় রাজনীতিতে আরো শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করেন। বক্তারা আরও বলেন, তিনি যে দলেরই হন না কেন প্রবাসীদের স্বার্থ রক্ষাই যেন হয় তার রাজনীতিক মূল উদ্দেশ্য।
এ সময় বক্তারা চলমান পাসপোর্ট সংক্রান্ত বিষয়, টেকনো কোটায় প্রবাসীকে সংসদে রাখার সুযোগসহ বিভিন্ন ইতিবাচক কথা তুলে ধরেন। পরে অ্যাড. আনিচ উপস্থিত রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এমআরএম/এএসএম