স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

স্মার্ট বাংলাদেশ গড়তে, রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। জন্মভূমি ভালো রাখুন, স্মার্ট বাংলাদেশ গড়তে, ‘বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স নিশ্চিত করুন’ স্লোগানে ঈদ পুনর্মিলনীতে প্রবাসীদের এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২ মে) বিকেলে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে মালয়েশিয়ার কেডাহ রাজ্যের কুলিম গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্ট-এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, আপনারা সবাই যার যার অবস্থান থেকে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে দেশ উপকৃত হবে এবং উন্নতির দিকে এগিয়ে যাবে।
ঈদ পুনর্মিলনী ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য দিচ্ছেন, হাইকমিশনার মো. গোলাম সারোয়ার
হাইকমিশনার প্রবাসী কর্মীদের অবহিত করে বলেন, যারা অবৈধ পথে অর্থ পাঠায় তাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অস্ত্র যোগানের মাধ্যমে চরম ক্ষতি ও হুমকির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। প্রবাসীদের বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে সরকার বিশেষ প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে বলে উল্লেখ করেন তিনি।
এই সুবিধা গ্রহণ করে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়া প্রবাসীদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও আহ্বান জানান হাইকমিশনার। বাংলাদেশের সিটি ব্যাংকের মালিকানাধীন মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার কর্তৃক চালুকৃত সিটিরেমিট এ্যাপের মাধ্যমেও ঘরে বসে দিন-রাত ২৪ ঘন্টা বিনা খরচে টাকা পাঠানো যায়, উল্লেখ করেন হাইকমিশনার।
ঈদ পুনর্মিলনী ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভায় বক্তব্য দিচ্ছেন, হাইকমিশনার মো. গোলাম সারোয়ার
এদিকে নতুন শ্রমিক রিক্রুটমেন্টসহ লিগেলাইজেশন প্রক্রিয়া দ্রুত ও প্রবাসীদের সমস্যা সমাধানে দেশটির সরকারের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং দূতাবাসের সহযোগিতা কামনা করেন শ্রমজীবী প্রবাসীরা।
প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে হাইকমিশনার বলেন, দূতাবাসের সব কর্মকর্তা আপনাদের সেবায় নিয়োজিত। তারা অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদের সেবা দিতে। মালয়েশিয়া সরকারের দেওয়া চলমান রিহায়ারিং ২.০ প্রোগ্রামের আওতায় বৈধতা নিতে যেসব প্রবাসী বাংলাদেশি নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তারা যেন কেউই এ সুযোগ থেকে বঞ্চিত না হন তা নিয়ে দূতাবাস কাজ করে যাচ্ছে।
কেডাহতে কর্মরত রেমিট্যান্সযোদ্ধাদের হাতে ঈদ উপহার ও পুরস্কার তুলে দিচ্ছেন, হাইকমিশনার মো. গোলাম সারোয়ার
বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) মো. নাজমুস সাদাত সেলিম।
কেডাহতে কর্মরত রেমিট্যান্সযোদ্ধাদের হাতে ঈদ উপহার ও পুরস্কার তুলে দিচ্ছেন, হাইকমিশনার মো. গোলাম সারোয়ার
বক্তব্য দেন, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং সিবিএল মানি ট্রান্সফারের পরিচালক মাসরুর আরেফিন, সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইদুর রহমান ফরাজী, এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলী হায়দার মুর্তজা, অগ্রণী রেমিট্যান্স হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান আহমেদ এবং লোকাল কোম্পানির প্রতিনিধি সাইমন।
ঈদ পুনর্মিলনী ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ৩ শতাধিক প্রবাসী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের পেনাং রাজ্যের অনারারি কন্সাল শেখ ইসমাইল আলাউদ্দিন, সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইন্ফরমেশন অফিসার কাজী আজিজুর রহমানসহ কেডাহ রাজ্যের ব্যবসায়ী ও শ্রমজীবী প্রবাসীরা।
ঈদ পুনর্মিলনী ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ৩ শতাধিক প্রবাসী
ব্যবসায়ী সায়মন বাংলাদেশি কর্মীরা কঠোর পরিশ্রমী বলে উল্লেখ করেন এবং কর্মীদের কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকল রেমিট্যান্স যোদ্ধাদের ঈদ উপহার ও র্যাফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন হাইকমিশনার।
এমআরএম/এএসএম