ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের নামে ফেক আইডি খুলে প্রতারণা

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৫ জুন ২০২৩

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানের নামে একটি ফেক আইডি খুলে প্রতারণা অভিযোগ ওঠেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রবাসীদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ফেক আইডি দিয়ে অনেকের কাছে অর্থ চাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৪ জুন) রাষ্ট্রদূত শামীম আহসান স্থানীয় সময় সকালে তার নিজ আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট দেন।

বিজ্ঞাপন

তিনি জানান, হ্যাকাররা একই নামে আরেকটি ফেসবুক খুলে তার ছবি ব্যবহার করে অনেকের কাছ থেকে আর্থিক সহায়তা চেয়েছে। তাই ওই আইডি থেকে সবাইকে সতর্ক হতে অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আনিচুজ্জামান আনিস বলেন, যে কোনো দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্রদূতকে কেন্দ্র করে দূতাবাসের কার্যক্রম আবর্তিত হয়। রাষ্ট্রদূতের নামে যদি কোনো ফেক আইডি থাকে তা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। এ ধরনের আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দেশপ্রিয় নিউজের সম্পাদক ও প্রকাশক সোহেল মজুমদার শিপন দুঃখ প্রকাশ করে বলেন, হ্যাকারদের আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com