কুয়েতে বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক কমিটি গঠন

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৫ জুন ২০২৩

কুয়েতে প্রবাসীদের বহুল প্রত্যাশিত বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুরাদুল হক চৌধুরী মুরাদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান টিটু।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় কুয়েত সিটির রাজধানী হোটেলে ‘একতায় শক্তি মানবতায় মুক্তি’ স্লোগানে সবার সম্মতি ও ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় কুয়েতের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশি জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সবার সম্মতিতে একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী মুরাদ বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সাধ্যমতো চেষ্টা করব। আল্লাহর অশেষ কৃপায় ও আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ একটি সুন্দর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে অচিরেই একটি বাংলাদেশ কমিউনিটি উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যেভাবে আহ্বায়ক কমিটি জয়যুক্ত হলো। আগামীতে ও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। প্রবাসীদের কল্যাণে ও সহযোগিতায় কাজ করবে এই কমিউনিটির প্রত্যেক সদস্য।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com