বিমান টিকিটের চড়া দাম, ঈদে ফেরা হচ্ছে না প্রবাসীদের

মুহাম্মাদ ইছমাইল
মুহাম্মাদ ইছমাইল মুহাম্মাদ ইছমাইল , আরব আমিরাত প্রতিনিধি আরব আমিরাত
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৭ জুন ২০২৩

দুদিন পরেই মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। কিন্তু টিকিট বিড়ম্বনায় এবার দেশে ফেরা হচ্ছে না রেমিট্যান্সযোদ্ধাদের। বিমানের টিকিটের চড়া দামের কারণে ভোগান্তিতে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসী বাংলাদেশি সানোয়ার বলেন, ঈদে দেশে ফেরার জন্য প্রায় সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই টিকিটের দাম বেড়ে যাওয়ায় দেশে ফেরা বাতিল করতে হলো।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুবাই থেকে ঢাকা বা চট্টগ্রাম ওয়ানওয়ে বিমান টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২৪০০ থেকে ৩ হাজার দিরহামে যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ হাজার টাকার ওপরে। এত চড়া দাম আমাদের মতো প্রবাসী শ্রমিকদের সাধ্যের বাইরে।

বিমান কর্তৃপক্ষ প্রবাসীদের আবেগ কি আর বুঝতে পারে দুঃখ করে তিনি বলেন, এবার টিকিটের বাড়তি দামের জন্য আমরা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দে সামিল হতে পারলাম না ।

জানা গেছে, নৈরাজ্য চলছে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ আসার বিমান টিকিট নিয়ে। অথচ এসব গন্তব্যের বেশিরভাগই প্রবাসী শ্রমিক, দেশে আসা রেমিট্যান্সের সবচেয়ে বড় যোগানদাতা। এবারও ঈদুল আজহায় অনেকে দেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ।

টিকিটের দাম বেশি হওয়ার কারণে অনেকেই দেশে ফেরার পরিকল্পনা বাতিল করছেন। কেউ কেউ বাতিল করেছেন ছুটির আবেদনও। এমনতাবস্থায় বিমান টিকিটের মূল্য হ্রাস ও পর্যাপ্ত ফ্লাইট সুবিধা দেওয়ার দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়. কোনো কোনো ট্রাভেলস এজেন্সিতে ঈদের আগে বাংলাদেশ বিমানের কোনো টিকিট নেই। তবে দাম বৃদ্ধির ব্যাপারে তারা বলছে, উৎসবের মৌসুমগুলোতে দাম এমন চড়াই থাকে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বাংলাদেশ বিমান দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা বলেন, ঈদের সময় টিকিটের চাহিদা থাকে বেশি। ঈদের আগে আমিরাত থেকে বিজনেস ও ইকোনোমি ক্লাসের সব টিকিটই বুকিং হয়ে গেছে। অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ইচ্ছে থাকলেও হজ্জের জন্য তা সম্ভব নয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com