ভিসার তথ্য সংশোধনে নতুন নিয়ম চালু করলো কুয়েত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

কুয়েত প্রতিনিধি

কুয়েতে ভিসার তথ্য সংশোধনে নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার। নাম, জন্মতারিখ এবং জাতীয়তার মতো ব্যক্তিগত তথ্য পরিবর্তনের জন্য নির্দিষ্ট একটি পদ্ধতি অনুসরণ করতে হবে প্রবাসীদের।

বিজ্ঞাপন

শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মধ্যে সরাসরি নাম, জন্মতারিখ ও জাতীয়তা পরিবর্তন করা এখন নিষিদ্ধ। নিয়োগকর্তারা (মালিক) যারা এ ধরনের পরিবর্তন করতে চাচ্ছেন তাদের অবশ্যই একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও বলা হয়েছে, ভিসায় তথ্য সংশোধন কিংবা পরিবর্তন করার জন্য, নিয়োগকর্তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করার তারিখের দুই সপ্তাহের মধ্যে সাহেল অ্যাপের মাধ্যমে কর্মীর বিদ্যমান ভিসা বাতিলের জন্য আবেদন করতে হবে। পরে, ডাটাবেসে কর্মীদের তথ্য আপডেট করতে এবং একটি নতুন কাজের ভিসার জন্য আবেদন করতে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

কুয়েত যেসব দেশ থেকে কাজের জন্য কর্মী নিয়োগ নিষিদ্ধ ও স্থগিত করা হয়েছে সেসব দেশের কর্মী প্রবেশে সতর্কতা ও প্রতারণা রোধ করায় মূল লক্ষ্য।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com