মালয়েশিয়ায় বিএসইউএম ক্রিকেট টুর্নামেন্টের জার্সি বিতরণ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

ড্রিমার গ্লোবাল কনসালট্যান্টের সৌজন্যে বিএসইউএম ক্রিকেট টুর্নামেন্টের জার্সি বিতরণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর, ইন্টারন্যশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ই-ভোক ক্যাফেতে বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের জার্সি বিতরণ করা হয়।

সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সিকদার সানি’র পরিচালনায়, জার্সি বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশি স্টুডেন্ট’স ইউনিয়ন মালয়েশিয়ার সহ-সভাপতি মির্জা মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মু. নাসিম আরাফাত মোল্লা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ক্রিকেট টুর্নামেন্টে ইউনিভার্সিটি অফ টেকনোলোজি মালয়েশিয়া, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইন্টি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি কলেজ, মাল্টি মিডিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি জিওম্যটিকা মালয়েশিয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, আলবুখারি ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউসিএসআই ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া, মাহশা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং এবং সেগি ইউনিভার্সিটিসহ ১৩টি ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করে।

সকল দলীয় অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে মতবিনিময় শেষে সহ-সভাপতি মির্জা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মু. নাসিম আরাফাত মোল্লা এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সিকদার সানি ও ক্রিকেট কমিটির সদস্য মু. রাকিবুল হাসান সব দলের অধিনায়কদের হাতে জার্সি তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় টুর্নামেন্টে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের আহ্বান জানান সহ-সভাপতি মির্জা মোস্তাফিজুর রহমান। তিন সপ্তাহব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।

স্পন্সর ড্রিমার গ্লোবাল কনসালট্যন্ট, আই স্টক এডুকেশন, এনজেড ট্রাভেলস এবং মু. ইকবাল হোসেন, সুরাইয়া নাহার এবং আব্দুল মান্নানকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় এবং ভ্রাতৃত্ব বৃদ্ধির আহ্বান জানান, বিএসইউএমএর সাধারণ সম্পাদক মু. নাসিম আরাফাত মোল্লা।

ক্রিকেট টুর্নামেন্ট সবার মধ্যে ভাতৃত্ববোধ গঠন ও গ্লোবাল ব্র্যান্ডিংয়ে অনন্য ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জোহরুল ইসলাম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com