মালদ্বীপপ্রবাসী রুবেলের সন্ধান চায় পরিবার

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৩

মালদ্বীপপ্রবাসী রুবেল হোসেনের সন্ধান চায় পরিবার। কুমিল্লার চৌদ্দগ্রামের ৪নং শ্রীপুর ভাংগাপুস্কুনী গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল গত দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন। তার ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, ইমু বন্ধ রয়েছে।

রুবেল হোসেন ৯ বছর আগে পরিবারের সুখের আশায় মালদ্বীপে আসেন, কিন্তু ২ বছর ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। সন্তানের খোঁজে বাবা সবার সহযোগিতা চেয়েছেন।

রুবেলের বাবার জাগো নিউজকে বলেন, আমার ছেলের সঙ্গে গত দুই বছর কোনো যোগাযোগ নেই। বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি।

তিনি বলেন, আমার ছেলে মালদ্বীপের হাড্ডু শহরে থাকতো। গত দুই বছর ধরে কোনো যোগাযোগ নেই। এখন কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। কেউ যদি তার খবর পেয়ে থাকেন, বা দেখে থাকেন এই নম্বরে যোগাযোগের অনুরোধ করেন তিনি। (০১৭৬২২০৯১৭৫)

রুবেলের বাবা বলেন, আমি আমার সন্তানের সঠিক তথ্য জানার জন্য সাংবাদিকদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার অফিসের সহযোগিতা চাই।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]