মালয়েশিয়া পুডু শাখা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০২:১২ পিএম, ১০ জানুয়ারি ২০২৬
মালয়েশিয়া পুডু শাখা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল/ছবি-সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে পুডু শাখা বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুডু এলাকার একটি রেস্টুরেন্টে ধর্মীয় ও স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া পুডু শাখা বিএনপির সভাপতি মো. মানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন এবং বুকিত বিনতাং শাখার সভাপতি আনোয়ার হোসেন সেলিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জসিম উদ্দিন, যুবদলের সহ-সভাপতি তালেব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী খান জুয়েল, জাসাসের আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, পুডু বিএনপি শাখার সহ-সভাপতি জিয়াউর রহমান, মো. ইসলাম ও মো. রাসেল।

আরও উপস্থিত ছিলেন শাখার অর্থ সম্পাদক নূর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. রহিম, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম, সহ-অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল রানা, শরিফুল ইসলাম, যুবনেতা মাঝি মিরাজ, কে. সবুজ এবং স্বেচ্ছাসেবক দলের মো. রাশেদ।

অনুষ্ঠানে আরও অংশ নেন মো. মাসুদ, মো. অলী, আলমগীর হোসেন, সাফায়েত, মো. সৈকত, মো. সোহরাব, কামরুল হাসান, মো. আরিফ, মো. তারেক, মো. আক্তার, মো. নাজমুল, জাহাঙ্গীর আলম, মো. রানা, আনোয়ার হোসেন, মো. মামুন, মো. হান্নান, মো. স্বর্না, মো. হাবিব ও মো. ওহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জুবায়ের আল ফাতেহ। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]