নির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে স্মারকলিপি

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

কিটন সিকদার, লন্ডন

বাংলাদেশে জাতীয় নির্বাচনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরাম ইউকের উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি নাশকতা করতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়ে জনগণ স্বাধীনভাবে ভোট প্রদানে ব্রিটিশ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, উপদেষ্টা সাংবাদিক বাতিরুল হক সরদার।

এতে বলা হয়, ‘বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে ব্রিটিশ সরকার অগ্রণী ভূমিকা পালন করবে বলে বাংলাদেশের জনগণ আশাবাদী। ১৯৭২ সালের জানুয়ারি মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে আসলে ব্রিটিশ সরকারের ভূমিকা বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রেখেছে।’

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২৪ অক্টোবর, বিএনপির কর্মীরা বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা রমনা ট্রাফিক পুলিশের কার্যালয় ও বেশ কয়েকটি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্লোজ সার্কিট ক্যামেরা ভাঙচুর করে।

‘বিএনপি কর্মীরা নির্দয়ভাবে গণপরিবহন ভাঙচুর ও আগুন দিয়ে যাত্রীদের গুরুতর আহত ও যানবাহন ভাঙচুর করে। তারা পুলিশ ও নিরীহ পথচারিদের লক্ষ্য করে ককটেল ও ইট নিক্ষেপ করে, শহরের বিভিন্ন স্থানে শত শত পুলিশ কর্মকর্তা ও নিরীহ নাগরিককে আহত করে।’

স্মারকলিপিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং অগণতান্ত্রিক শক্তিকে উন্নীত করার বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে প্রতিটি জাতীয় নির্বাচনের আগে বিএনপি বাংলাদেশের জনগণকে আতঙ্কিত করে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করার জন্য যুক্তরাজ্যকে আহ্বান জানাই।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]