৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন কুয়েত প্রবাসীরা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক কুয়েত
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪

কুয়েতে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্ত করতে ২০২৩ সালে স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট। স্থানীয় নাগরিকদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য এই কার্যক্রমের সময়সীমা শেষ হয়ে যাবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এরইমধ্যে কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশ, ভারত, নেপাল, মিশরসহ বিভিন্ন দেশের প্রবাসীদের অনেকেই এটি সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

এখনো যেসব নাগরিক ও প্রবাসী তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি নির্দ্রিষ্ট সময় পর তাদের ব্যাংকিং সেবাসহ সিভিল আইডি সংক্রান্ত সব ধরনের সরকারি সেবা বন্ধ করে দেওয়া হবে। ফলে প্রবাসীরা তাদের আকামা বা কাজের অনুমতিপত্র নবায়ন করতে পারবেন না। তবে নিদিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের দেশে ছুটিতে যাওয়া-আসা করতে বাধা নেই।

কুয়েত সরকারের বিভিন্ন পরিষেবার কার্যক্রম সাহেল অ্যাপসের মাধ্যমে হয়। এটির ভাষা আরবি হওয়ায় অনেক প্রবাসী অনলাইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন। অনলাইন পরিষেবা সহজ করতে ২৬ সেপ্টেম্বর বিভিন্ন দেশের প্রবাসীদের কথা বিবেচনা করে সাহেল অ্যাপসে ইংরেজি ভার্সন চালু করেছে কুয়েত সরকার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাদেক রিপন/এসএনআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com