অধিকার আদায়ে মালয়েশিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০১ মে ২০২৫

শ্রমিক দিবসে অধিকার আদায়ে পুত্রজায়ায় মানবসম্পদ মন্ত্রণালয়ের (কেমুসা) সামনে মালয়েশিয়া ব্যাংক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

‘কণ্ঠহীনদের কণ্ঠস্বর’ প্রতিপাদ্য নিয়ে ন্যাশনাল ইউনিয়ন অব ব্যাংক এমপ্লয়িজ বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করে।

বিজ্ঞাপন

সমাবেশের মূল দাবি ছিল ট্রেড ইউনিয়ন অধিকার পুনরুদ্ধার করা। সংগঠনটির সাধারণ সম্পাদক জে. সলোমন বলেন, মানবসম্পদমন্ত্রী কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন।

জানা গেছে, নিয়োগকর্তারা আলোচনা সভা না করা সত্ত্বেও ২০তম যৌথ চুক্তিটি শিল্প আদালতে পাঠিয়ে উৎসব ভাতা বন্ধ করা হয়। কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগও মন্ত্রী উপেক্ষা করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ধরনের বৈষম্যমূলক হস্তক্ষেপ শ্রমিক সুরক্ষার প্রতি উদ্বেগজনক এবং তাদের সদস্যদের রক্ষা করার ক্ষেত্রে ট্রেড ইউনিয়নগুলোর দায়িত্ব পালনে ব্যর্থতা প্রদর্শন করে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সংগঠনটির পক্ষ থেকে সব শ্রমিক এবং জনসাধারণকে এই আন্দোলনকে সমর্থন করার এবং মালয়েশিয়ায় মর্যাদা, ন্যায়বিচার এবং ট্রেড ইউনিয়ন স্বাধীনতার জন্য সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছে।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com