রিয়াদে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন

সৌদিআরবের রিয়াদে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দেশটির অবস্থানরত (পূর্বাঞ্চল) বিএনপির নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। এছাড়া সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।
সভায় জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বলা হয়, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা একজন বাংলাদেশি। ১৯৮১ সালে চট্টগ্রামের সার্কিট হাউসে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সৈনিকের হাতে মৃত্যুবরণ করেন তিনি। তবে তার কোনো মৃত্যু নেই, তার আদর্শ নিয়ে আজ দেশে-বিদেশে অসংখ্য জিয়ার সৈনিক তৈরি হয়েছে।
বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে যে প্রতিকূল অবস্থা চলছে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজন জিয়াউর রহমানের মতো আদর্শ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সাহসী, বলিষ্ঠ ও দেশপ্রেমিক নেতা।
আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং জিয়া পরিবারের নিরাপত্তা হেফাজত কমনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন তারেক রহমান মুক্তি আন্তর্জাতিক পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হোসেন বাবুল মোল্লা।
আলোচনায় সভায় অন্যদের সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান কমল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, হাজি ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দল পূর্বাঞ্চলের সভাপতি প্রকৌশলী হেলাল আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পূর্বাঞ্চলের সভাপতি আবদুল হালিম ভূইয়া নূর, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন আজাদ, প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ কবির হোসেন, প্রবাসী কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হানিফ মুন্সি, প্রবাসী চাঁদপুর বিএনপির নেতা জি এম রাজ্জাক, পূর্বাঞ্চল বিএনপির দফতর সম্পাদক কবি শাহিনুর, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ পাটোয়ারী, প্রবাসী কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আমীর হোসেন প্রধানীয়াসহ প্রবাসী বিএনপির বিভিন্ন স্তরের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
আরএস/এবিএস