মিশরে ঈদুল আজহা ৬ জুন

আফছার হোসাইন
আফছার হোসাইন আফছার হোসাইন মিশর থেকে
প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৮ মে ২০২৫

নীলনদ আর পিরামিডের দেশ মিশরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ ২৮ মে জিলহজের প্রথম দিন।

বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজ তথা আরাফাহ দিবস। শুক্রবার (৬ জুন) ঈদুল আজহার উদযাপন করবেন মিশরসহ সংশ্লিষ্ট দেশের মুসলমানেরা।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় মিশর প্রজাতন্ত্রের ফতোয়া বোর্ড দার ইল-ইফতার প্রধান ও দেশটি গ্র্যান্ড মুফতি
অধ্যাপক ড. নাজির মোহাম্মদ-আল-নাজির আইয়াদ এ ঘোষণা দেন।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]