কুয়েতে ফুটবল খেলা চলাকালে মাঠে ‘জয় বাংলা’ স্লোগান

জিসান মাহমুদ
জিসান মাহমুদ জিসান মাহমুদ , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২ এএম, ৩০ অক্টোবর ২০২৫

কুয়েতে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংস বনাম ওমানের আল সিবের ফুটবল ম্যাচ চলাকালে আল মোবারক আল হামাদ স্টেডিয়ামে ‌‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয় আওয়ামী নেতাকর্মীরা। এতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় প্রবাসীদের মাঝে।

স্লোগান দেওয়ার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। যেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ও ইউনূস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

প্রবাসীরা বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। বিদেশের মাটিতে এসব স্লোগান বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তখন এর সঙ্গে জড়িত সবাইকে দেশে পাঠিয়ে দেবে। তাতে করে বাংলাদেশের মান ক্ষুণ্ন হবে। এমনিতে কুয়েতের সঙ্গে সরাসরি বাংলাদেশের ভিসা বন্ধ। এদের কারণে একবারেই বন্ধ হয়ে যাবে।

এদিকে মিডিয়া সংশ্লিষ্ট না হওয়া সত্ত্বেও বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ এক প্রবাসী আওয়ামী লীগ নেতাকে মিডিয়া কার্ড দেওয়ায় কুয়েতে কর্মরত প্রবাসী সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, যারা সবসময় প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার খবর তুলে ধরে দেশ ও জাতিকে জানাতে নিরলসভাবে কাজ করেন তাদের উপেক্ষা করে রাজনৈতিক ব্যক্তিকে মিডিয়া প্রতিনিধি হিসেবে সুযোগ দেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত মর্যাদার পরিপন্থি।

এর আগে বসুন্ধরা কিংসের কুয়েতে পৌঁছানোর কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একটি ই-মেইল বার্তার মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতকে অবগত করেন। সে অনুযায়ী প্রবাসী সাংবাদিকরা তাদের নিজ নিজ টেলিভিশন চ্যানেলের পরিচয়পত্র জমা দেন কর্তৃপক্ষের কাছে কিন্তু মিডিয়া কার্ড না পেয়ে তারা হতাশ ও ক্ষুব্ধ হন।

প্রবাসীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রবাসী রাজনৈতিক নেতা নিজেদের পরিচয় বদলে বিভিন্ন সাংবাদিক, সামাজিক, আঞ্চলিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। অভিযোগ রয়েছে, অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে এসব সংগঠনের পদ-পদবি অর্জনের প্রবণতা বেড়েছে।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]